কূটনৈতিক প্রতিবেদক: [৩] রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এটি করতে হলে প্রতি বছর ৬০০ মিলিয়ন ডলার অর্থায়ন করতে হবে। তবে এটি বাস্তবিক অর্থে আরও বেশি হবে, কারণ এটি প্রাথমিক আলোচনার হিসেব ছিলো।
[৪] পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাইছি, জাতিসংঘের ছয়টি ভাষার পাশাপাশি বাংলাকেও দাপ্তরিক ভাষা হিসেবে চালু করা হোক। [৫] বাংলা ভাষায় প্রায় ২৭ কোটি লোক কথা বলে উল্লেখ করে ড. মোমেন বলেন, আমাদের টাকা পয়সা হলে আমরাও এই উদ্যোগ বাস্তবায়ন করতে পারবো। [৬] এখন জাতিসংঘ রেডিওতে প্রত্যেক সপ্তাহে ইংরেজির সঙ্গে বাংলায় অনুষ্ঠান সম্পচার হয়, এটি তারা কোনও টাকা ছাড়াই করছে। এটা আমাদের জন্য সুযোগ। [৭] তিনি বলেন, জাতিসংঘের দাপ্তরিক হিসেবে জাপানি, হিন্দি ও জার্মান ভাষার প্রস্তাব করা হয়েছিলো। অর্থায়নের কারণে সেগুলোও এগোয়নি। [৮] ফরেন সার্ভিস একাডেমিতে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। সম্পাদনা: রায়হান রাজীব