তাপসী রাবেয়া: [২] শিশুদের উদ্দেশ্যে ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তোমরাই মূল ভূমিকা রাখবে। যারা নতুন প্রজন্ম আছো তোমাদের কাছে আশা করি তোমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িকতায় তোমরা বেড়ে উঠবে। এটাই হবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অঙ্গীকার। [৩] প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, শহীদ দিবস ও মাতৃভাষা দিবসকে ১৯২টি দেশ মর্যাদার সাথে পালন করছে। [৪] প্রতিমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। ছাত্রীরা রাজপথে মিছিল করেছিল। [৫] রোববার বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য’ বিষয়ক অনুষ্ঠানে এ কথা বলেন। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু