আসিফুজ্জামান পৃথিল: [৩] রোববার এক টুইট বার্তায় সেরাম ইন্সটিটিউটের সিইও আদর পুনাওয়ালা বলেন, ‘প্রিয় দেশ ও সরকারবৃন্দ, আপনারা কোভিশিল্ড সরবরাহের জন্য অপেক্ষা করছেন। আমি আপনাদের ধৈর্য্য ধরার অনুরোধ করছি। আমাদের বৈশ্বিক চাহিদার সঙ্গে ভারসাম্য রাখতে লা হয়েছে। স্ক্রল
[৪] এমন সময় এই ঘোষণা এলো, যখন ভারত ১ কোটি ৭০ লাখ ভ্যাকসিন হয় বিক্রি করেছে না হয় উপহার হিসেবে দিয়েছে। ভারতের ভ্যাকসিন সবচেয়ে বেশি পরিমাণে কিনেছে বাংলাদেশ। সামনের দিনগুলোতে আরও ভ্যাকসিন আসার কথা রয়েছে। সব মিলিয়ে ৬০টি দেশে ভারতের ভ্যাকসিন পাঠানোর কথা রয়েছে।
[৫] বুধবার মালদ্বীপকে অতিরিক্ত ১০ লাখ ভ্যাকসিন দেয় ভারত। জানুয়ারিতে প্রথম দেশ হিসেবে ভারতের উপহারের ১ লাখ ডোজ ভ্যাকসিন পায় মালে। [৬] শুধু বিভিন্ন দেশ নয়, সেরাম থেকে বিপুল পরিমাণ ভ্যাকসিন কিনছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) কোভ্যাক্স প্রকল্পও। আদর পুনাওয়ালার ঘোষণার ফলে দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন প্রাপ্তিও অনিশ্চিত হয়ে গেলো। সম্পাদনা: সালেহ্ বিপ্লব