সুমাইয়া ঐশী: [৩] রোহিঙ্গা শরণার্থীসহ এক হাজার ২০০ জন মিয়ানমার নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া। এর আগে দেশটি জাতিসংঘকে জানিয়েছিলো, নিবন্ধনকৃত কোনো রোহিঙ্গাকে ফেরত পাঠানো হবে না। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন (ইউএনএইচসিআর) শনিবার জানায়, মাত্র ছয়জন শরণার্থী নিবন্ধন করেছে। বাকিদের আগামী সপ্তাহে ফেরত পাঠানোর উদ্যোগ সম্পন্ন। আল জাজিরা [৪] এই প্রত্যাবাসন নিয়ে চিন্তিত হাইকমিশন। এক বছরেরও বেশি সময় ধরে শরণার্থীদের সঙ্গে কোনো ধরনের যোগযোগ করতে দেওয়া হয়নি জাতিসংঘকে। ফলে তাদের প্রকৃত অবস্থা সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। অনেক সময় রোহিঙ্গাদের প্রাতিষ্ঠানিকভাবে চিহ্নিত না করেই তাদের অন্য অবৈধ অভিবাসীদের সঙ্গে আটকে রাখা হয়। [৫] জাতিসংঘ বলছে, মিয়ানমারে সেনা শাসনের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো ঝুঁকিপূর্ণ। শরণার্থীদের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যও বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব