ইসমাঈল ইমু : [২] রোববার বিকেল ৩টা ২০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
[৩] ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, কুমিল্লা পট্টিতে দুইতলা টিনশেডের একটি বস্তি ছিলো। এছাড়া একটি রিকশার গ্যারেজ ছিল। প্রায় সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত।
[৪] স্থানীয়দের দাবি, কোনও একটি চক্র বস্তি দখলে নিতে আগুন ধরিয়ে দিয়েছে। এর আগেও ওই বস্তি দখলের চেষ্টা চালানো হয়েছিলো। স্থানীয় ক্ষমতাসীন দুই গ্রুপ এ ঘটনায় জড়িত। তবে নিরাপত্তার স্বার্থে কারও নাম প্রকাশ করতে চাননি তারা।
[৫] মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, কুমিল্লা পট্টির কবরস্থানের পাশে প্রায় একশ’ ঘর কয়েকজন মালিক মিলে বস্তির আদলে তৈরি করেছেন। অধিকাংশ ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সম্পাদনা: রায়হান রাজীব