আমিরুল ইসলাম: [৩] যতীন সরকার বলেন, ২১ ফেব্রুয়ারি একটি খ্রিস্ট্রীয় তারিখ তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা সবসময় প্রভাত বলতে বুঝি সূর্য ওঠার পরে। কাজেই আমাদের প্রভাত ফেরী সূর্য ওঠার পরেই হওয়া উচিত। [৪] ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রভাতফেরী হতো, শহীদ মিনারে যেয়ে ফুল দেওয়া হতো। এখন যেটা করা হচ্ছে তা পশ্চিমা ধাঁচকে অনুসরণ। [৫] তিনি বলেন, বঙ্গবন্ধুও শহীদ মিনারে সকালে যেতেন। এরশাদের আমল থেকে রাত বারোটা এক মিনিটের রীতি চালু হয়েছে। এরশাদের অনেক কিছুই বর্তমান আওয়ামী লীগ সরকার মেনে চলে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব