আনিস তপন: [৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল পদ্ধতিতে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কী পদ্ধতিতে খোলা হবে? শিক্ষার্থীদের নিরাপত্তা কীভাবে বজায় রাখা সম্ভব হবে? এইসব বিবেচনা করে উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। [৪] শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে নির্দিষ্ট কোনও তারিখ নির্ধারণ করা হয়নি জানিয়ে সচিব বলেন, এ নিয়ে আগামী চার-পাঁচদিনের মধ্যেই আন্তঃমন্ত্রণালয় বৈঠক বসবে।
[৫] মন্ত্রিসভায় ‘বাংলাদেশ পেটেন্ট আইন ২০২১’ ও ‘বাংলাদেশ শিল্প নকশা আইন ২০২১’ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। [৬] এছাড়া ‘বাংলাদেশ জাতীয় আর্কাইভস আইনের খসড়া, আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের মধ্যে চুক্তির অনুসমর্থনের প্রস্তাব, বাংলাদেশ ও কাতারের মধ্যে প্রস্তাবিত সংস্কৃতিক সহযোগিতা চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভায়। [৭] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘর ও নয়াদিল্লিস্থ জাদুঘরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। সম্পাদনা: রায়হান রাজীব, সালেহ্ বিপ্লব