আনিস তপন: [২] সোমবার কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত এই অধিবেশনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন তার সরকারি বাস ভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে অংশ গ্রহণ করেন।[৩] এ জন্য বাংলাদেশ পরিবেশ-বান্ধব উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা ও নিয়ন্ত্রণমূলক কাঠামো তৈরী করেছে জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, ইতোমধ্যে বাংলাদেশ জলবায়ু, প্রকৃতি ও উন্নয়নকে অন্তর্ভুক্ত করে ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং উচ্চাকাঙ্খী পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করেছে। বাংলাদেশ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিষয়গুলিকে উন্নয়ন কৌশলে অন্তর্ভুক্ত করেছে। [৪] মো. শাহাব উদ্দিন বলেন, প্যারিস চুক্তির এক দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা হ্রাসের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ২০৩০ সালের মধ্যে প্রয়োজনীয় বৈশ্বিক প্রশমন পদক্ষেপের এক তৃতীয়াংশ সরবরাহের সম্ভাবনা থাকা সত্ত্বেও, বৈশ্বিক জলবায়ু অর্থের শতকরা তিন ভাগেরও কম প্রকৃতি-ভিত্তিক সমাধানে বরাদ্দ করা হয়েছে। এটি দ্রুত, সস্তা এবং সহজ করতে বিশ্বের সরকারগুলোকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু