ইসমাঈল ইমু : [৩] ভুক্তভোগীর কাছ থেকে এ সংক্রান্ত একাধিক অভিযোগ পেয়েছে দুদক। কমিশনের কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রটি সরকারি-বেসরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত ব্যক্তি, ব্যবসায়ীদের টার্গেট করছে। ফোন করে কমিশনে কল্পিত অভিযোগ কিংবা কমিশনের বিবেচনাধীন কোনো অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করছে ।[৪] কমিশনের গণমাধ্যম শাখার পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, দুদক একটি সংবিধিবদ্ধ সংস্থা। এই সংস্থায় কোনো ব্যক্তির একক অভিপ্রায় অনুসারে অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ নেই। কমিশন অনুসন্ধান বা তদন্ত সংক্রান্ত সব ধরনের যোগাযোগ টেলিফোন বা মোবাইল ফোনে নিষিদ্ধ করেছে। কমিশনের এ সংক্রান্ত সব যোগাযোগ কেবল লিখিত পত্রের মাধ্যমেই করা হয়। সম্পাদনা: রায়হান রাজীব