রাশিদুল ইসলাম: [৩] প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন যুক্তরাষ্ট্রে সবার কোভিড টিকা দেওয়ার পর এবছরের শেষ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সেক্ষেত্রে এখনো মাস্ক পরিধান করতে হবে কি না, সিএনএন-এর পক্ষ থেকে এই প্রশ্ন করা হয় ফাউচিকে। উত্তরে যুক্তরাষ্ট্রের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ও হোয়াইট হাউসের স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন, আপনি স্বাভাবিক পরিস্থিতি বলতে কী বোঝাচ্ছেন; তার ওপর নির্ভর করছে মাস্ক পরিধান করবেন কি না। আমি বলব পরিধান করতেই হবে। আরটি। [৪] তিনি বলেন, এমনকি নিউইয়র্কে ফেডারেল আদালত ভবনে দুইটি মাস্ক পরিধান করতে বলে বলা হচ্ছে ‘ব্রিদিং ইজ অপশনাল’ অর্থাৎ শ^াস প্রশ^াসের চেয়ে মাস্ক পরিধান জরুরি। [৫] ফাউচি বলেন, গত বছর যে ভয়াবহ অভিজ্ঞতা আমাদের হয়েছে তার আলোকে আমরা স্বাভাবিক পরিস্থিতির দিকে ধাবিত হতে যাচ্ছি। মাস্ক পরিধান স্বস্তিদায়ক মনে না হলেও তা অভ্যস্ত করে ফেলা ছাড়া কোনো বিকল্প নেই। [৬] ফাউচির বক্তব্যকে সমর্থন দিয়ে ট্যাবলেট ম্যাগাজিনের সম্পাদক নোয়া ব্লাম বলেন, আমাদের সকলের উচিত দ্রুত টিকা নেওয়া যা পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়তা করবে। [৭] তবে ফাউচির বক্তব্যের সমালোচনা করেছেন অনেকে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব