দেওয়ান ইমন : [৩] সোমবার দুপুরে এ রায় দেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন। [৪] যৌতুক ও নারী নির্যাতন মামলা থেকে ৫৪ জন স্বামী এই রায়ের মাধ্যমে অব্যাহতি পেলেন একই সাথে স্বাভাবিকভাবে সংসার করার সুযোগ পেলেন তারা। দীর্ঘ দিন বিচার প্রক্রিয়া শেষে যুগান্তকারী রায় দেন বিচারক। [৫] প্রথমে তাদের স্বামীদের ভাল হওয়ার জন্য সুযোগ দেন আদালত। পরে দুই পক্ষের মধ্যে আপোস মীমাংসার মাধ্যমে মিলিয়ে দেন আদালত। [৬] আদালতের নিজ উদ্যেগে রায় ঘোষণা হওয়ার পর দম্পতিদের ফুল এবং শিশুদের জন্য চকলেট প্রদান করে অভ্যর্থনা দেয়া হয়। [৭] এছাড়া ১১টি মামলায় আপস নিষ্পত্তি না হওয়ায় ১১ জন স্বামীকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। [৮] নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নান্টু রায় বলেন, এটি একটি যুগান্তকারী রায়। এর আগেও ৪৭ টি মামলার একইভাবে দেন আদালত। এই রকম রায়ে আদালতে মামলা জট কমবে এবং মানুষ আদালতে ঘন ঘন হাজিরা দেয়া থেকে রক্ষা পাবে। সম্পাদনা : মুরাদ হাসান, শাহানুজ্জামান টিটু