শরীফ শাওন: [৪] প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা দাবি করেন, স্থানীয় সরকার নির্বাচন শতভাগ সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক হচ্ছে। মিডিয়াতে বলা হয়েছে নারীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। পরিবেশ স্বাভাবিক থাকলে নারীরা কেন্দ্রে গিয়ে ভোট দেন। [৫] নূরুল হুদা বলেন, প্রতিযোগিতামূলক নির্বাচন হলে সহনশীলতার অভাব দেখা দেয়, পৃথিবীর সব নির্বাচনেই কিছু সহিংসতার ঘটনা ঘটে। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বহিনী। [৬] সিইসি বলেন, যশোরের নির্বাচন হাইকোর্টের নির্দেশে স্থগিত করা হয়েছিলো। নির্বাচন প্রস্তুতিতে প্রার্থীদের মোটামুটি ১৫ দিনের সময় দিতে হয়, এটা আমরা পাইনি।
[৭] সোমবার ইসি ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, মার্চে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হলে এসময় নির্বাচন করা সম্ভব হবে না। ফলে যত দ্রুত সম্ভব নির্বাচন সম্পন্ন করতে হবে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু