শাহানুজ্জামান টিটু: [৩] বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, চারিদিকে অন্যায়, অবিচার, ও গুম-খুন যেভাবে বিস্তার লাভ করেছে, এটা চিরদিন চলতে পারে না। এর অবসান হবেই। [৪] রুহুল কবির রিজভী বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরে আসবে। এই অপরাধীদেরও বিচার হবে। সরকারের যে কুকীর্তি বেরিয়ে পড়েছে, সেটি ঢাকার জন্য তারা ষড়যন্ত্র-চক্রান্তের আশ্রয় নিয়েছে। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছে। তারা চায়, বিএনপি এটা নিয়ে ব্যস্ত থাকুক। এই বিষয়ে কেউ কথা বলবে না।[৫] আইন-আদালত, বিচারক সব মাফিয়াতন্ত্রের অধীন। রাষ্ট্রশক্তি যেখানে মাফিয়ারা নিয়ন্ত্রণ করে, সেখানে কোনো আইন-আদালত ও প্রশাসন কেউ নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। [৬] রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে তিনি একথা বলেন। সম্পাদনা: রায়হান রাজীব