তাপসী রাবেয়া: [৪] সোমবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পর ক্লাস শুরু হবে। এরপর সব পরীক্ষা নেওয়া হবে। আগের নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হবে। [৫] শিক্ষামন্ত্রী বলেন, হলগুলো প্রায় এক বছর ব্যবহার করা হয়নি। প্রয়োজনীয় সংস্কার করার থাকলে করে ফেলতে হবে। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। [৬] বিসিএস পরীক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে যাদের বয়সসীমা শেষ হয়েছে তাদের দুশ্চিন্তার কিছু নেই। বয়সসীমা বাড়তে পারে। [৭] এদিকে, হল ও ক্যাম্পাস দ্রুত খোলার দাবিতে আন্দোলন করছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সম্পাদনা: রায়হান রাজীব