আসিফুজ্জামান পৃথিল: [৩] মঙ্গলবার মালয়েশিয়ার হাইকোর্ট নির্দেশ দেয় একদিনে ১২০০’র বেশি ব্যক্তিকে প্রত্যার্পণ করা যাবে না। এরপরেই দেশটির ইমিগ্রেশন জানায়, অবৈধ অভিবাসী, যারা ২০২০ সালে সাগরপথে দেশটিতে এসেছিলেন, তাদের মিয়ানমার নৌবাহিনীর ৩টি জাহাজে তুলে দেওয়া হয়েছে। মালয় টাইমস । [৪] ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল জামি দাউদ জানান, মায়েশিয়ার নৌবাহিনীর সহায়তায় এই প্রত্যার্পণ সম্পন্ন হয়েছে। তবে এটি মঙ্গলবার হয়েছে, না আগেই হয়েছে, তা স্পষ্ট করে জানানো হয়নি। এরা সবাই মায়েশিয়ান নৌবাহিনীর পেরেকের লামুত ঘাঁটিতে বন্দী ছিলেন। নিক্কি এশিয়ান রিভিউ। [৫] এক বিবৃতিতে ইমিগ্রেশন বিভাগ বলেছে, ‘আমরা জানিয়ে রাখতে চাই, প্রত্যার্পিতদের কেউই আসলে আশ্রয়প্রার্থী বা রোহিঙ্গা শরণার্থী নয়। এরা সকলেই অবৈধ অভিবাসী। তাদের কোনও ধরণের চাপ প্রয়োগ করে ফেরত পাঠানো হয়নি।’ [৬] মিয়ানমার নৌবাহিনীর জাহাজ রোহিঙ্গাদের আনতে মালয়েশিয়া গেছে, এমন খবর প্রকাশে আন্তর্জঅতিক সম্প্রদায়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এই ঘটনার নিন্দা জানায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সম্পাদনা: রাশিদ