মাসুদ আলম : [৩] একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার দন্ডপ্রাপ্ত আসামী ইকবাল হোসেন ওরফে জাহাঙ্গীর ওরফে সেলিমকে সোমবার গভীর রাতে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
[৪] মঙ্গলবার দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ২০০১ সালে ইকবালের চিন্তা-চেতনা ও মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে। ঝিনাইদহের স্থানীয় এক জঙ্গি সদস্যের মাধ্যমে হরকাতুল জিহাদ বাংলাদেশে (হুজিবি) যোগ দেয়। ছাত্রদলের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন তিনি।
[৫] ২০০৩ সালে মুফতি হান্নান ও অন্যান্য শীর্ষ নেতাদের সান্নিধ্যে চলে আসে ইকবাল। মুফতি হান্নানের নির্দেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় সরাসরি অংশগ্রহণ করে। মুফতি হান্নান তাকে গ্রেনেড সরবরাহ করেছিলো।
[৬] গ্রেনেড হামলায় অংশ নেওয়ার পর গ্রামের বাড়ি ঝিনাইদহে চলে যায় ইকবাল। সম্পাদনা : ইসমাঈল ইমু