দেবদুলাল মুন্না: [৪] তৃতীয় জানাজা শেষে বুধবার বাদ এশা তার দাফন সম্পন্ন হয়েছে। প্রথম ও দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় ঢাকায়। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বুধবার সকাল পৌনে ছয়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। [ ৫] তিনি ছিলেন কেন্দ্রীয় কচিকাঁচার মেলার পরিচালক। বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এসময় সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বঙ্গবন্ধুর আদর্শ ধরে রেখেছিলেন তিনি। সরকারি কর্মকর্তা থাকা অবস্থায় ইব্রাহিম খালেদ নিজের অফিস থেকে বঙ্গবন্ধুর ছবি নামাননি, নামাতেও দেননি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব