আসিফুজ্জামান পৃথিল: [৩] ওই তিন কারাগারের একটি পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী গুয়ায়েকুইলে অবস্থিত। সেখানে নিহত হয় ২১ জন। দাঙ্গার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারাগারটির নিয়ন্ত্রণ নিতে গেলে তাদের সঙ্গে দাঙ্গাকারীদের সংঘর্ষ বাধে। এএফপি। [৪] ইকুয়েডরে কারাগারগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সরকারি সংস্থা এসএনএআইয়ের পরিচালক এডমান্ডো মোনকেও বলেন, দক্ষিণাঞ্চলীয় কুয়েনসা এলাকার কারাগারে নিহত হন আরও ৩৩ জন। এ ছাড়া বাকি আটজন নিহত হন মধ্যাঞ্চলীয় লাটাকুংগার একটি কারাগারে। এপি। [৫] প্রেসিডেন্ট লেনিন মোরেনো টুইটারে দাঙ্গাকে অপরাধী সংগঠনগুলোর সদস্যদের সহিংসতা বলে আখ্যায়িত করেন। কর্তৃপক্ষ বলেছে, দাঙ্গা দমনে পুলিশকে সহায়তা দিতে সেনাসদস্যদের মোতায়েন করা হয়। অপরাধী গোষ্ঠীর সদস্যদের মধ্যে এই সংঘর্ষে কয়েকজন বন্দী আহতও হয়েছেন। তাদের মধ্যে গুয়ায়েকুইল কারাগারের দুই বন্দীর অবস্থা গুরুতর। এনবিসি। [৬] পুলিশ কমান্ডার প্যাট্রিসিও ক্যারিলো পরিস্থিতিকে গুরুতর বলে বর্ণনা করেছেন। সম্পাদনা : মোহাম্মদ রকিব