বাশার নূরু: [২] প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বুধবার সকালে ভ্যাকসিন গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।
[৩] তিনি দেশের প্রচলিত নিয়ম মেনেই টিকা নিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা।
[৪] প্রধানমন্ত্রীর প্রেস উইং এবং আওয়ামী লীগের ফেসবুক পেইজে শেখ রেহানার টিকা নেওয়ার সময়কার একটি ছবি প্রকাশ করা হয়েছে। সরকারের মন্ত্রী-এমপি এবং দলের অনেক নেতাকর্মী ও সমর্থক ছবিটি শেয়ার করেছেন। বঙ্গবন্ধু-কন্যাকে অভিনন্দন জানিয়েছেন।
[৫] গত ২৭ জানুয়ারি বাংলাদেশে বহুল প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণটিকাদান। সম্পাদনা: সালেহ্ বিপ্লব