আসিফুজ্জামান পৃথিল: [২] উপন্যাসটি প্রকাশ করবে সায়মন অ্যান্ড সাস্টার ও সেইন্ট মার্টিনস প্রেস। এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। উপন্যাসটির প্রাথমিক পাণ্ডুলিপি নিয়ে কিছুটা ধারণা সংবাদ সম্মেলনে দেওয়া হয়েছে। উপন্যাসের কাহিনি এরকম- যুক্তরাষ্ট্রকে বিশ্বসভা থেকে বিচ্ছিন্ন করার পর এক ধসে পড়া প্রশাসনে যোগ দিয়েছেন একজন নবাগত নারী পররাষ্ট্রমন্ত্রী। পরে তিনি নানা ষড়যন্ত্রে নিজেকে জড়িয়ে ফেলেন। এই ষড়যন্ত্রের সঙ্গে অন্যান্য লোকজনও যুক্ত হয়। এমএসএন। [৩] সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, লেখক লুইস পেনির সঙ্গে থ্রিলার লেখার চিন্তা করতেই তার দারুন লাগছে। পশ্চিমা সাহিত্যে লুইস ইতোমধ্যে এক জনপ্রিয় নাম। তার চিন্তার সঙ্গে হিলারি যুক্ত করবেন বিশ্ব কূটনীতির নানা জটিল বিষয়। হিলারি তার নিজের অভিজ্ঞতা দিয়েই উপন্যাসটিকে সমৃদ্ধ করবেন বলে মনে করা হচ্ছে। ইকোনমিক টাইমস
[৪] এ উপন্যাসে ২০১৬ সালের মার্কিন নির্বাচন, যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক, রাজনীতির কুটচাল, নায়ক-ভিলেনসহ সবই থাকবে। হিলারির বর্ণনায় উঠে আসতে পারে ডোনাল্ড ট্রাম্প, ভøাদিমির পুতিনসহ সমসাময়িক নানা চরিত্র। সম্পাদনা : মোহাম্মদ রকিব