মামুন খান : [২] বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে তামিমার স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালত পিবিআইকে আগামি ৩০ মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। [৪] মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়ে রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্র-পত্রিকায় তিনি ঘটনার বিষয়ে সম্পূর্ণ জানেন। [৪] মামলায় আরও বলা হয়, তামিমা ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার আট বছর বয়সী শিশু কন্যা মারাত্মভাবে মানসিক বিপর্যস্ত হয়েছেন। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু