দেবদুলাল মুন্না:[২] এ রায় মঙ্গলবার দিয়েছে চীনের বেইজিংয়ের একটি আদালত। পাঁচ বছরের সাংসারিক জীবনে করা সকল ঘরোয়া কাজের বেতন হিসেবে চীনা মুদ্রায় ওয়াংক নামের এক নারীকে ৫০ হাজার ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৫৩ হাজার টাকা) পরিশোধ করার আদেশ দেন আদালত। ওয়াংক ২০১৫ সালে বিয়ে করেন চেনকে। গতবছর তালাক দেন চেন তার স্ত্রীকে। তখন ওয়াং ক্ষতিপুরণ দাবি করেন। পাঁচ বছর বিনা বেতনে ঘরের কাজ করার ক্ষতিপূরণ হিসেবে তাকে এই অর্থ দেওয়া হচ্ছে বলে রায়ে জানিয়েছেন আদালত। বিবিসি ও সাউথ-চায়না মর্নিং পোস্ট। [৩] চীনা আদালতের বিবেচনায়, ঘরের কাজেও শ্রম দিতে হয়। এটিও একধরণের পেশা। ফলে এ টাকা দেওয়াটা বাধ্যতামুলক। পরিবার ও সম্পত্তি নিয়ে সম্প্রতি নতুন আইন প্রণয়ন করে চীনা সরকার। আইনটি চলতি বছর কার্যকর হয়। [৪] তবে চীনা মুদ্রায় ৫০ হাজার ইউয়ান ক্ষতিপূরণকে অনেকে খুব অল্প বলেও মনে করছেন। সম্পদ ও পরিবার নিয়ে চীনে নতুন আইন প্রণয়নের পর দেশটির আদালত এই নজিরবিহীন রায় দিলেন।[৫] ওয়াংয়ের এই যুক্তি মেনে নেয় বেইজিংয়ের ফাংশান জেলার আদালত। সাংসারিক জীবনের প্রতি মাসে দুই হাজার ইউয়ান করে দেওয়ার পাশাপাশি এককালীন আরও ৫০ হাজার ইউয়ান দেওয়ার নির্দেশ দেন বিচারক। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল