রাশিদুল ইসলাম : [২] কেলি ক্লার্কসন শো’র জন্যে হোয়াইট হাউসে দেওয়া সাক্ষাতকারে জিল তার ব্যক্তিগত অনেক বিষয়ে খোলামেলা কথা বলেন। এও জানান ডিভোর্সের আগেই তিনি বাইডেনকে দেখতে পেয়েছিলেন। ডেইলি মেইল
[৩] ৬৯ বছর বয়সী মার্কিন ফার্স্ট লেডি তার প্রথম সাক্ষাতকারে বলেন বাইডেনের সঙ্গে আমার সম্পর্কের ভিত্তি হচ্ছে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নেওয়া। ১৯৭৫ সালে প্রথম স্বামী বিল স্টিভেনসনকে তালাক দেন জিল। আর সেটিকে এখন আশীর্বাদ বলতে কুণ্ঠা বোধ না করে জানান, প্রথম বিয়ে ভেঙ্গে যাওয়ায় ভালই হয়েছিল, আর তা না হলে বাইডেনের দেখা পেতাম না। আজকের মত একটি ভাল পরিবারও পাওয়া হত না আমার।
[৪] কোভিড মহামারী কেটে গেলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে মার্টিনির গ্লাসে চুমুক দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন জিল। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল