শাহানুজ্জামান টিটু: [৩] হত্যাকা-ের বিচার অত্যন্ত স্লো গতিতে চলছে উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, দীর্ঘ ১২ বছর অতিক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত এই হত্যাকা-ের চূড়ান্ত ফয়সালা করা সম্ভব হয়নি। বিচারের দীর্ঘসূত্রিতা আমাদেরকে হতাশ করেছে, দেশবাসী মর্মাহত হয়েছে।
[৪] সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, চলতি বছরের মধ্যে লিভ টু আপীল এবং আপীলের কার্যক্রম শুরু হবে বলে এমন কোনও লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। হত্যাকা-ের দ্রুত বিচার নিশ্চিতের জন্যে বিচার বিভাগের প্রতি আবেদন জানান তিনি।
[৫] মেজর হাফিজ অভিযোগ করে বলেন, ইতোমধ্যে নি¤œ বিচারিক আদালতে দ-প্রাপ্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাকে খালাস দিয়ে দেওয়া হয়েছে। এই হত্যাকা-ের সঙ্গে যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা হয় নাই, কয়েকজনকে আনা হয়েছে।
[৬] তিনি বলেন, এই হত্যাকা- ঘটানো হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীকে দূর্বল করার জন্যে। এর বেনেফিশিয়ারি কারা সেটিও দেশবাসী জানতে চায়। এই হত্যাকা-ে যারা পরিকল্পনাকারী তারা এখন পর্যন্ত পর্দার অন্তরালে। সরকারকে অনুরোধ জানাবো হত্যাকা-ের পরিকল্পনাকারী, ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনা হোক। [৭] বৃহস্পতিবার সকালে বনানী সেনা কবরস্থানে নিহত সেনা কর্মকর্তাদের স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি একথা বলেন। সম্পাদনা: রায়হান রাজীব