তাপসী রাবেয়া: [৩] সম্প্রতি আওয়ামী লীগের নেতাদের মধ্যে সমালোচনা বেড়েছে সেক্ষেত্রে আওয়ামী লীগ নতুন করে কোনো সংকটে পড়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটা কোনো সঙ্কট নয়। একটা জেলার নেতাদের নিয়ে কথা বলা হচ্ছে।[৪] তিনি বলেন, যারা আওয়ামী লীগ করেন, নেতৃস্থানীয় পর্যায়ে আছেন তারা দলীয় ফোরামে কথা বলতে পারেন, সমালোচনা করতে পারবেন। নিজস্ব কোনো মত থাকলে সেটি অবশ্যই তুলে ধরতে পারেন। কিন্তু দলের নীতির বিরুদ্ধে যদি জনসম্মুখে কথা বলা হয়, তাহলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়। সেই কথাটিই আমাদের সাধারণ সম্পাদক বলেছেন। [৫] হাছান মাহমুদ বলেন, ১৫ আগস্টের পর জিয়াউর রহমানসহ যারা ক্ষমতা দখল করেছিল, তারা ক্ষমতা পাকাপোক্ত করার জন্য ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। সেই ধারাবাহিকতায় এরশাদ সাহেবও ইসলামকে ব্যবহার করেছেন। পৃথিবীর অন্যান্য দেশেও এটি হয়।[৬] বৃহস্পতিবার সচিবালয়ে ‘সন্ত্রাস নয় সম্প্রীতির ধর্ম ইসলাম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। সম্পাদনা: রায়হান রাজীব