আসিফুজ্জামান পৃথিল: [৩]ক্যামব্রিজের রাস্তা থেকে অপহৃত এই রাজকুমারীর অর্ন্তধান রহস্যের সমাধান আজও হয়নি। বিবিসিকে দেওয়া এক চিঠিতে এই অনুরোধ জানান লতিফা। তার দাবি, তাদের বাবার নির্দেশেই শামসাকে ধরে নিয়ে যাওয়া হয়। এখনও তাকে উদ্ধারের সম্ভাবনা রয়েছে। বিবিসি । [৪] অপহরনের সময় শামসার বয়স ছিলো ১৮, এখন ৩৯। এরপর কখনই তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এই ব্যাপারে বিবিসির অনুরোধের কোনও জবাব দেয়নি দুবাই ও সংযুক্ত আরব আমিরাত। ২০১৯ সালে ব্রিটিশ হাইকোর্টের এক বিচারক রায় দেন, দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম ইচ্ছার বিরুদ্ধে তার দুই কন্যাকে আটকে রেখেছেন। [৫] গত সপ্তাহে বন্দী প্রিন্সেস লতিফার ভিডিও প্রকাশ করে বিবিসি। তিনি সেখানে নিজ বন্দীদশার কথা জানান। তিনি বলেছেন, তাকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। দেওয়া হচ্ছে না চিকিৎসাও। ২০১৮ সালে দেশ থেকে পালানোর সময় আরব সাগরে কমান্ডো অভিযান চালিয়ে আটক করা হয়। এরপর থেকে কখনই তাকে প্রকাশ্যে দেখা যায়নি। সম্পাদনা : মোহাম্মদ রকিব