দেবদুলাল মুন্না [২] গতকাল শুক্রবার এ নিয়ে বিশেষ রিপোর্ট করেছে বিবিসি। মিশ্র লিঙ্গের এ পাখির নাম নর্দার্ন কার্ডিনাল। এ প্রজাতির পাখি দেখতে কিছুটা পুরুষের মতো ।কিছুটা নারীর মতো। এ প্রজাতির পাখির সন্ধান পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ওয়ারেন কাউন্টিতে । বিরল প্রজাতির এ পাখি সংগ্রহ করে রাখা হয়েছে ওয়াশিংটন বার্ড ওয়াচ ব্যাংকে। [৩] পাখি বিজ্ঞানী জেমি হিল এ পাখি সম্পর্কে জানান, পুরুষ কার্ডিনালগুলো সাধারণত উজ্জ্বল লাল রঙের হয় এবং নারী কার্ডিনালগুলো হয় ফ্যাকাসে বাদামি রঙের। পেনসিলভানিয়ার পাওয়া পাখিটির গায়ের রং মিশ্র। ধারণা করা হচ্ছে, এটি দুটি লিঙ্গের মিশ্রণ হতে পারে। পাখিটির বাইলেটারাল গাইনানড্রোমর্ফিজম থাকতে পারে। যার কারণে একটি পাখির কার্যকরী ডিম্বাশয় এবং কার্যকরী একক শুক্রাশয় দুটোই থাকে বলে পাখিবিদ জেমি হিল মন্তব্য করেছেন। [৪] ইলিনয় বিশ্ববিদ্যালয়ের পাখি গবেষক ও অধ্যাপক ব্রায়ান পিয়ার বলেন, উত্তর আমেরিকায় নর্দার্ন কার্ডিনালগুলো খুব সাধারণ ফিডার পাখি। মানুষের উঠোনে রাখা পাখিদের খাবারের ঘর বা বার্ড ফিডারে এদের দেখা যায়। কিন্তু পেনসিলভানিয়ার পাখি অন্যরকম। তাদের দেখলেই বোঝা যায় মিশ্র লিঙ্গের। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল