সালেহ্ বিপ্লব: [৪] এক ওয়েবিনারে বিশেষজ্ঞরা কানাডায় ইমিগ্রেশনের নামে প্রতারণার নানা চিত্র তুলে ধরেন। আলোচনায় অংশ নেন এডুকেশন কনসাল্টিং এজেন্ট কায়েসুর রহমান, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিশেষজ্ঞ সিদ্দিকুর রহমান এবং ইমিগ্রেশন নিউজ২৪ ডটকম সম্পাদক উজ্জল দাশ। সঞ্চালনায় ছিলেন কানাডার বাংলা পত্রিকা নতুন দেশ-এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর। [৫] আলোচকরা ইমিগ্রেশনের যে কোনো তথ্যের জন্য কানাডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের (https://www.canada.ca/en/services/immigration-citizenship.html) ওপর নির্ভর করার পরামর্শ দেন। [৬] কায়েসুর রহমান বলেন, সন্তানদের কানাডায় ভর্তি করা হলেই বাবা মা কানাডায় গিয়ে কাজ শুরু করতে পারেন, এই ধারণা একদম ঠিক নয়। শিক্ষার্থীর বাবা মা ওয়ার্ক পারমিট পান না। ভিজিটর হিসেবেই অবস্থান করেন। [৭] সিদ্দিকুর রহমান বলেন, ‘কানাডায় জনবল পাওয়া যাচ্ছে না’- এটি প্রমাণ করতে পারার পরই সরকার বিদেশ থেকে লোক আনার অনুমতি দেয়। কাজেই যারা ওয়ার্ক পারমিট দেয়ার কথা বলে, তারা আসলে ভূয়া কাগজ দিয়ে প্রতারণা করে। [৮] উজ্জল দাশ বলেন, কোনো দালাল, আইনজীবী কিংবা ইমিগ্রেশন কনসালট্যান্ট কাউকে কানাডায় ভিসা বা ইমিগ্রেশন করিয়ে দিতে পারেন না। [৯] শওগাত আলী সাগর বলেন, কানাডায় ইমিগ্রেশনের ব্যাপারে বাংলাদেশের মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। দেশের পত্রিকাগুলো ইমিগ্রেশন সংক্রান্ত লেখার তথ্যের যথার্থতা যাচাই করলে প্রতারক চক্র সুবিধা নিতে পারবে না। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল