ওয়ালিউল্লাহ সিরাজ: [৩] বৃহস্পতিবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে ফোন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আল-জাজিরা, গালফ নিউজ
[৪] বাইডেন নির্বাচিত হওয়ার পর এটাই তাদের মাঝে প্রথম আলোচনা। সাংবাদিক জামাল খাসোগজি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের আগে দুই নেতার মধ্যে এই ফোনালাপ হলো। খাসোগজি হত্যার প্রতিবেদনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের দপ্তর। প্রতিবেদনটি দুই-একদিনের মধ্যেই প্রকাশ করা হতে পারে। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করে এ প্রতিবেদন প্রকাশ হতে পারে।
[৫] হোয়াইট হাউজ জানায়, ইয়েমেনের হুমকি থেকে সৌদি আরবকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।
[৬] হোয়াইট হাউজ জানায়, সাম্প্রতিক সময়ে সৌদি নারী কর্মী লুজাইন আল-হাথললকে কারাগার থেকে মুক্তি দেওয়ায় সৌদি সরকারের প্রশংসা করেন বাইডেন। যুক্তরাষ্ট্র সর্বজনীন মানবাধিকার এবং আইনের শাসনের ওপর গুরুত্ব আরোপ করে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল