দেবদুলাল মুন্না:[৩]বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবারের মতো আজ পালিত হচ্ছে ডায়াবেটিস সচেতনতা দিবস ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।[৪] কর্মসূচির মধ্যে রয়েছে, আজ সকাল সাড়ে ৮টায় বারডেম কার পার্কিং থেকে রমনা পার্কের গেট পর্যন্ত পদযাত্রা, সাড়ে ১০টায় বারডেম অডিটোরিয়ামে আলোচনা সভা। এছাড়াও সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত রমনা পার্ক, ধানমন্ডির রবীন্দ্র সরোবরসহ এনএইচএন ও বিআইএইচএস-এর বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল সকাল ৯টায় হ্রাসকৃতমূল্যে হার্টক্যাম্পেরও আয়োজন করবে।
[৫] এদিকে সুইডেন ও ফিনল্যান্ডের একদল চিকিৎসা বিজ্ঞানী মনে করেন, ডায়াবেটিস মূলত: ‘রক্তে অনিয়ন্ত্রিত সুগার লেভেল’ হিসেবে চিহ্নিত একটি রোগ এবং এখন পর্যন্ত সাধারণত যে দুটিভাগে ভাগ করা হয় – টাইপ ১ এবং টাইপ ২ এর বাইরেও আরও ডায়াবেটিসের ধাপ আছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে প্রতি ১১ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত হন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল