জাফর ইকবাল : [২] খুলনায় রোববার দুপুরে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকা দাহ করেছে আ.লীগ। খুলনার পিকচার প্যালেস মোড়ে বিক্ষোভ প্রদর্শনের মধ্যদিয়ে কুশপুত্তলিকা দাহ করা হয়। [৩] এসময়ে নগর আ.লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার নেতৃত্বে দপ্তর সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান সোহাগসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। [৪] সংক্ষিপ্ত বক্তৃতায় নেতৃবৃন্দ বলেন, শনিবার অনুষ্ঠিত খুলনার সমাবেশে বিএনপি নেতা দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়ে কুৎসিত বক্তব্য রাখেন। এর প্রতিবাদে দুদু মিয়ার কুশপুত্তলিকা দাহ করা হলো। অবিলম্বে জাতির সামনে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী উচ্চারণ করেছেন বক্তারা।