রাশিদুল ইসলাম : [২] সাবেক উপদেষ্টা লিন্ডসে বায়লেন টুইট করেন, ‘ডেমোক্রেটিক গভর্নর কুমো আমাকে বছরের পর বছর যৌন হয়রানি করেন। অনেকে তা দেখেছেন। আমি তা অনুমান করতে পারিনি। আমার কাজটি খুব ভালো ছিল। কিন্তু আমার চেহারা দেখে আমাকে কেন উত্ত্যক্ত করা হবে?’ আরটি, স্পুৎনিক, ডেইলি মেইল। [৩] এ বিষয়ে কুমোর প্রেস সচিব ক্যাটলিন গিরোর্ড বলেন, ‘এই দাবির কোনো সত্যতা নেই।’[৪] বায়লেন কুমোর অধীনে ২০১৫ সালের মার্চ থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত কাজ করেন। প্রথমে এম্পায়ার স্টেট ডেভেলপমেন্টের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং পরে অর্থনৈতিক বিষয়ে কুমোর বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করেন বায়লেন। তবে তার বিরুদ্ধে কথিত হয়রানির বিস্তারিত কোনো বর্ণনা দেননি টুইটে। এ ছাড়া তিনি বলেন, ‘এই বিষয়ে আমি কোনো মিডিয়ার সাথে কথা বলতেও চাই না।’ সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল