সমীরণ রায়: [৩] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, এ মৃত্যু অবশ্যই দুঃখজনক। সঠিক ঘটনা উম্মোচন করতে ইতোমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে। ঘটনার রহস্য বের হয়ে আসবে। ডিজিটাল বাংলাদেশের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন যেমন জরুরি, তেমনি অপপ্রয়োগ যাতে না হয়, তবে সরকার অত্যন্ত সতর্ক রয়েছে এই আইনের ব্যবহার নিয়ে। সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। স্বাধীনতা মানে এই নয়, যার মতো যা খুশি বলার নিরঙ্কুশ বা একচেটিয়া অধিকার পাবে। [৪] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যানবাহনে ফিটনেস গ্রহণে সরকার সেবা সহজীকরণে এবং গ্রাহকদের সুবিধার্থে দেশের যেকোনো সার্কেল অফিস থেকে সনদ গ্রহণের সুযোগ করে দিয়েছে। বিআরটিএকে একটি সঠিক সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। [৫] বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, পরিবহন বিষয়ক যেকোনো অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকের নির্দেশনা নিয়ে কাজ করতে হবে। [৬] রোববার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। সম্পাদনা: রায়হান রাজীব