শিমুল মাহমুদ: [২] বাংলাদেশের দুর্ভিক্ষ আসন্ন, ৭৪ সালের দুর্ভিক্ষের ন্যায়। এবছর এবং আগামী বছরে বাংলাদেশে প্রায় সাড়ে সাত লাখ মিলিয়ন টন খাদ্যশস্যের অভাব দেখা দিতে পারে। এটা আমার কথা নয়, বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এবং মার্কিন খাদ্য সংস্থার হিসাবে দেশে এবছর এবং আগামী বছরে এক মিলিয়ন টন চালের অভাব হবে, প্রায় সাড়ে সাত মিলিয়ন টন গমের অভাব হবে। ফলে এটা দুর্ভিক্ষের পদধ্বনি। দেশে যদি সুশাসন না থাকে কত লোক মারা যাবে জানি না। [৩] সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চার সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু