আমিরুল ইসলাম : [৩] সাবেক তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেন, সুষ্ঠু নির্বাচন করতে কমিশন ব্যর্থ, এটা নতুন কোনও কথা নয়। নির্বাচন কমিশনের কোনও উন্নতি নেই। [৪] ইভিএম সিস্টেম টেকনিক্যালি ভালো কিন্তু আমাদের দেশের জন্য এখনো উপয্ক্তু হয়নি। নির্বাচনে ইভিএম ব্যবহার করার পরও একই রকম কারচুপি হচ্ছে। [৫] দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যারা রাজনীতি ও রাজনৈতিক দল করেন, তাদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব থাকতে হবে। [৬] সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। এই অবস্থা চলতে থাকলে আমরা একটা মহাসংকটের দিকে ধাবিত হতে পারি। কারণ নির্বাচনই হলো শান্তিপূর্ণভাবে সাংবিধানিক ও নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা বদলের পথ। সম্পাদনা: রায়হান রাজীব