মিনহাজুল আবেদীন: [২] সোমবার আইনমন্ত্রী আনিসুল হক বিবিসিকে বলেছেন, এই আইনে কোনও অপরাধের অভিযোগ এলে পুলিশের তদন্তের আগে কাউকে গ্রেপ্তার বা তার বিরুদ্ধে মামলা নেয়া যাবে না, এমন ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। [৩] তিনি বলেন, সরাসরি মামলা নেয়া হবে না। কোনো অভিযোগ এলে পুলিশ প্রথমে তদন্ত করে দেখবে, তারপর তদন্ত সাপেক্ষে মামলা নেয়া হবে। সাজার ব্যাপারেও প্রিন্সিপাল আইন মেনে বিধান করা হচ্ছে। [৪] ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা বলেছেন, ভিন্নমত যাতে না আসে, সেজন্য আইনটি করা হয়েছিলো। ডিজিটাল নিরাপত্তা আইনে ভয় ভীতি প্রদর্শন করে একটা পরিবেশ তৈরি করা হয়েছে। যা মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে। [৫] আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আইনের অপব্যবহার হচ্ছে কিনা সেটা সরকার দলের উচ্চ পর্যায়ে আলোচনা করছেন। তবে প্রযুক্তির এই সুবিধাটাকে কাজে লাগিয়ে অপব্যবহার এবং দেশের উন্নয়ন ও শান্তি বিঘ্নিত করা হচ্ছে কিনা, সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু