আসিফুজ্জামান পৃথিল: [৩] মান্নার উপসাগরে ইরানাথিবু দ্বীপটি করোনায় মারা যাওয়া মুসলিম ও খ্রিস্টানদের জন্য নির্ধারণ করেছে শ্রীলংকা সরকার। এ দ্বীপটি রাজধানী কলম্বো থেকে তিনশ কিলোমিটার দুরে এবং দাফনের জন্য এই দ্বীপটিকে নির্বাচিত করার কারণ হিসেবে এর কম ঘনবসতির কথা উল্লেখ করা হয়েছে। বিবিসি । [৪]মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘ শ্রীলংকার এমন সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছে। সরকারের মুখপাত্র কেহেলিয়া রামবুকভেলা বলেছেন, দ্বীপটির এক পাশে এজন্য একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের নিরাপদে দাফনের জন্য পর্যাপ্ত গাইডলাইন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।[৫] শ্রীলংকান মুসলিমদের অভিযোগ, করোনাভাইরাস সংক্রমণের সুযোগ নিয়ে তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এর আগে কবর না দিয়ে দাহ করতে বাধ্য করা হচ্ছিলো মুসলিমদের। কিন্তু বিষয় হলো পুড়িয়ে ফেললে ইনফেকশন ছড়াবে নাÑএমন কোনো বৈজ্ঞানিক তথ্য এখনো পাওয়া যায়নি।[৬] মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার বলেছেন, দাহ করার নীতি মুসলিম, ক্যাথলিক ও কিছু বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তাদের পরিবারের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। গত সপ্তাহে বাধ্যতামূলক দাহ করার নীতি থেকে সরে আসে সরকার ।সম্পাদনা : মোহাম্মদ রকিব