নূর মোহাম্মদ: [২] দীর্ঘদিন কারাবাস ও একই মামলায় গ্রেপ্তার হওয়ার পর দিদারুল ভূইয়া এবং মিনহাজ মান্নানের জামিন বিবেচনায় হাইকোর্ট এ আদেশ দেন। কিশোরের আইনজীবী জ্যেতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, তার নামে আর কোনো মামলা নেই। ফলে দুই-তিনদিনের মধ্যেই তিনি মুক্তি পেতে পারেন।
[৩] ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসনে বাপ্পী বলেন, আহমেদ কবির কিশোর ১০ মাস ধরে কারাগারে আছেন। মামলাটির যে পুনঃতদন্ত চলছে, আগামী ১৫ মার্চ তার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ রয়েছে।
[৪] গত ১৩ জানুয়ারি এ মামলায় কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ভূঁইয়া ও লেখক মুশতাক আহমেদকে (কারাগারে সদ্য প্রয়াত) অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে রমনা থানা পুলিশ। যেখানে জুলকারনাইন খান ওরফে সামিসহ অন্য আটজনকে অব্যাহতির আবেদন করা হয়। সম্পাদনা: রায়হান রাজীব