আসিফুজ্জামান পৃথিল, লিহান লিমা: [৩] জাপানি অনলাইন ফ্যাশন টাইকুন ইয়ুসাকু মায়জাওয়া স্পেসএক্সের তৈরি নভোযানে করে ওই চন্দ্র অভিযানে যেতে ২০১৮ সালে প্রথম বুকিং দিয়েছেন। এ জন্য প্রয়োজনীয় অর্থ জমা দিয়েছেন তিনি। তবে এই অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি। ২০২৩ সালের প্রথম দিকে ওই অভিযান শুরু হতে পারে। বিবিসি। [৪] মায়জাওয়া বলেন, তার সঙ্গে চাঁদে যেতে তিনি ছয় থেকে আটজনকে আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার টুইটারে পোস্ট করা এক ভিডিওতে ওই অভিযানে অংশগ্রহণের আবেদন প্রক্রিয়ার কথা তুলে ধরেছেন তিনি। মায়জাওয়া বলেন, ‘এই মিশনে আমার সঙ্গে অংশ নিতে আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সারা বিশ্ব থেকে আপনাদের মধ্যে আটজন এই সুযোগ পাবেন। আমি সব আসন কিনে নিয়েছি। তাই এটি হবে একটি ব্যক্তিগত অভিযান।’ সিএনএন। [৫] এই ধনকুবের জানান, সব মিলিয়ে নভোযানে ১০ থেকে ১২ জন থাকবেন। পৃথিবীতে ফেরত আসার আগে গোটা চাঁদ প্রদক্ষিণ করবে এটি। এএফপি, আল-জাজিরা।সম্পাদনা : মোহাম্মদ রকিব