রাশিদুল ইসলাম : [২] জাতিসংঘের তত্ত্বাবধানে এ কর্মসূচির অধীনে বিভিন্ন দেশকে বিনামূল্যে এ বছরেই ২ বিলিয়ন ডোজ টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ^ স্বাস্থ্য সংস্থা ‘হু’। [৩] আগামী মে-জুন মাসে ধারাবাহিকভাবে টিকা সরবরাহ কার্যক্রম শুরু হচ্ছে দরিদ্র এবং মধ্যম আয়ের দেশগুলোতে। বিশ^ স্বাস্থ্য সংস্থার তদারকিতে কোভ্যাক্স মে মাসের শেষ নাগাদ বিশ্বের ১৪২টি দেশে ২৩ কোটি ৮২ লাখ ডোজ টিকা সরবরাহ করবে। [৪] জাতিসংঘের হিসেবে এখনো ১৩০টি দেশে কোনো টিকা পৌঁছেনি। জুনের আগে যে কয়েকটি দেশ টিকা পাচ্ছে বাংলাদেশ রয়েছে সেই তালিকার অগ্রভাগে। [৫] কোভ্যাক্সের আওতায় কেবল উন্নয়নশীল কিংবা অনুন্নত রাষ্ট্রই নয়, সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রসহ মোট ১৯৮টি রাষ্ট্র কোভ্যাক্সের টিকা পাচ্ছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল