আসিফুজ্জামান পৃথিল: [৩] মার্কিন সাময়িকীটিতে লেখা কলামে প্রধানমন্ত্রীর এই আইসিটি উপদেষ্টা বলেন, ‘এক দশকেরও আগে অঙ্গীকার করা হয়েছিলো ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পা রাখার সমান্তরালে বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতেও অগ্রসর এক রাষ্ট্রে পরিণত হবে। তখন অল্প মানুষ বিশ্বাস করেছিলো আমরা এ স্বপ্ন পূরণ করতে পারবো।’
[৪] জয় লিখেছেন, ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত ১৩ লাখের বেশি টেক পেশাদার তৈরি হয়েছে। তারা দেশে বসেই কাজ করছেন। এখন দেশে তথ্যপ্রযুক্তি খাতে ১০ হাজারের বেশি উদ্যোক্তা রয়েছেন।
[৫] সব মিলিয়ে এখন বিভিন্ন দেশ থেকে এ খাতে বছরে এক বিলিয়ন ডলারের বেশি আয় করছে বাংলাদেশ। ডিজিটাল যাত্রা শুরুর পর এ পর্যন্ত বাংলাদেশের মানুষ ১ বিলিয়ন ঘণ্টা, ৮ বিলিয়ন ডলার রক্ষার পাশাপাশি সরকারি বিভিন্ন অফিসে ১ বিলিয়ন বার যাতায়াতের হাত থেকেও মুক্তি পেয়েছে।
[৬] বাংলাদেশের হাতে এখন বিশ্বের অন্যতম বৃহৎ সরকারি পোর্টাল। এ পোর্টাল এমন একটি ইন্টারনেট লিঙ্ক, যাতে সরকারের প্রায় সব সেবাখাত এর আওতায় এসেছে। অনলাইনে এখন অনেক প্রোগামই সংযুক্ত রয়েছে। ফলে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে পার্সপোর্ট করাÑসবই এখন অনলাইনে সম্ভব হচ্ছে। সম্পাদনা : মোহাম্মদ রকিব