আসিফুজ্জামান পৃথিল: [৩] মিয়ানমারের বেশ কিছু শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে নিরাপত্তাবাহিনী। এতে নিহতের পাশাপাশি অনেকেই আহত হয়েছে বলে জানিয়েছে, স্থানীয় গণমাধ্যমগুলো। ২য় বৃহত্তম শহর মান্দালয়ে ২ জন নিহত হন। আর ৪ জন মারা যায় মনেয়াতে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ এ। আল-জাজিরা । [৪] এএফপি নিউজ এজেন্সিকে এক চিকিৎসক জানান, মান্দালয়ে এক বিক্ষোভকারীর বুকে গুলি লাগে। আরও এক ১৯ বছর বয়সী নারী মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। ফ্রন্টিয়ার মায়ানমার বলছে, পুলিশ আগে টিয়ার গ্যাস ও রবার বুলেট ব্যবহার করে। সেখানে কয়েক হাজার বিক্ষোভকারী উপস্থিত ছিলেন। এরপর জনতা আবারও জড়ো হলে তারা তাজা গুলি ব্যবহার করে।[৫] মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্ট-এর বিরুদ্ধে দুটি নতুন অভিযোগ আনা হয়েছে। তার আইনজীবি খিন মং জ জানান, এর মধ্যে একটি অভিযোগ সংবিধান লঙ্ঘনের। এর ফলে তার ৩ বছরের সাজা হতে পারে। ওকজো । [৬] ভার্চুয়াল বৈঠক আয়োজন করে আশিয়ান কূটনৈতিকভাবে মিয়ানমার সমস্যার সমাধান করতে চেয়েছিলো। কিন্তু এই উদ্যোগ ব্যর্থ হয়েছে। ১০ সদস্যের মধ্যে শুধু ৪ সদস্য দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীরা এতে উপস্থিত ছিলেন। তারা সকলেই অং সান সুচির মুক্তি দাবি করেন। সম্পাদনা : মোহাম্মদ রকিব