হারুন-অর-রশীদ :[২] আহত মেয়র নিমাই চন্দ্র সরকারকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুরে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[৩] নিহতরা হলেন মেয়রের স্ত্রী সঞ্চিতা সরকার (৪৫), তার ছেলে গোবিন্দ চন্দ্র সরকার (২৫) ও মেয়রের সঙ্গী কামাল হোসেন (২৭)।
[৪] ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। [৫]পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কাজে ভাঙ্গায় গিয়েছিলেন মেয়র। সেখান থেকে পরিবার নিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
[৬] এতে ঘটনাস্থলেই মেয়রের স্ত্রী ও সঙ্গী মারা যান।পরে আহত অবস্থায় গোবিন্দ চন্দ্রকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সম্পাদনা : আতাউর অপু