সুমাইয়া ঐশী: [২] উত্তর আফ্রিকায় করোনার যে প্রকৃতি পাওয়া যায় তা হলো, ৫০১ওয়াই ডট ভি২। দেশটির গবেষকরা জানিয়েছেন, এই প্রকৃতির বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি হবে, তা ক্রস প্রোটেকশন তৈরি করতে সক্ষম। আল জাজিরা। [৩] গবেষকরা বলছেন, এই প্রকৃতির বিরুদ্ধে তৈরি অ্যান্টিবডিতে নিজ থেকেই মিউটেশন হচ্ছে। এই প্রকৃতির বিরুদ্ধে যে ভ্যাকসিন তৈরি হচ্ছে, তা বি১৩৫১ ডটসহ অন্যগুলোর ওপরও কাজ করবে।
[৪] গবেষকরা বলছেন, এর ওপর ভিত্তি করে ভ্যাকসিন তৈরি করতে পারলে করোনার বিরুদ্ধে ভালো প্রতিরোধ গড়ে তোলা যাবে। সম্পাদনা : মোহাম্মদ রকিব