আনিস তপন: [৩] আসাদুজ্জামান খান কামাল বলেন, গাজীপুরের কাশিমপুর কারাগারে লেখক মুশতাকের স্বাভাবিক মৃত্যু হয়েছে। [৪] তিনি বলেন, একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছিলো। এছাড়া গাজীপুরের ডিসি ও আইজি প্রিজন তাৎক্ষণিক দু’টি তদন্ত কমিটি করেছিলেন। কারাগারে যারা মুশতাকের সঙ্গে অন্তরীণ ছিলেন, তার রুমে যে কয়জন ছিলেন, কর্তব্যরত চিকিৎসক যারা ছিলেন, হাসপাতালে যখন নিয়ে গেছেন, তাদের সবার অভিমত নিয়ে কমিটি তিনটি যে প্রতিবেদন দিয়েছে সেখানে তারা বলেছে, ন্যাচারাল ডেথ হয়েছে। এটি অস্বাভাবিক মৃত্যু নয়। [৫] সবগুলো প্রতিবেদনেই এখন পর্যন্ত এইটুকুই পাওয়া গেছে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, এরপর ফাইনাল পোস্টমর্টেমের প্রতিবেদন পেলে বিস্তারিত জানতে পারবো। [৬] মন্ত্রী বলেন, মুশতাক আহমেদ বাথরুমে গিয়েছিলেন। ওয়াশরুমে যাওয়ার পর সেখানেই অজ্ঞান হয়েছিলেন তিনি। তারপর তাকে কারাগারে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সম্পাদনা: রায়হান রাজীব