একজন কর্মকর্তাকে উত্যক্ত করেছে এমন অভিযোগের তদন্ত করবে বাকিংহাম প্যালেস
আসিফুজ্জামান পৃথিল : [৩] অপরাহ উইনফ্রের সঙ্গে হ্যারি ও মেগানের ইন্টারভিউয়ের আরও একটি টিজার প্রকাশ করেছে সিবিএস। সেখানে মেগান বলেছেন, তিনি অনেক কিছুই হারিয়ে ফেলেছেন। তিনি মনে করেন, তার আর চুপ থাকার সুযোগ নেই। বিবিসি। [৪] যুক্তরাষ্ট্রে রোববার এই আলোচিত ইন্টারভিউটি প্রচার করা হবে। ৩০ সেকেন্ডের টিজারটিতে উইনফ্রে ডাচেস অব সাসেক্সকে প্রশ্ন করেন, সত্য বলতে তার কেমন লাগছে। জবাবে মেগান বলেন, রাজপরিবার তাদের নামে মিথ্যা ছড়িয়েছে। সেটিকে এড়াতেই তাকে সত্য বলতে হচ্ছে। তিনি ইতোমধ্যেই অনেক কিছু হারিয়ে ফেলেছেন। তাই তার আর হারানোর ভয় নেই। ডেইলি মেইল । [৫] এদিকে বলা হচ্ছে, আনুষ্ঠানিক দায়িত্ব পালনকালে মেগান রাজপ্রাসাদের এক কর্মকর্তাকে উত্যক্ত করেছিলেন। সব কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে প্রাসাদ এর তদন্ত করবে। টাইমস-এর রিপোর্ট বলছে, ২০১৮ সালে এই কাজ করেছিলেন মেগান। তবে এই ঘটনা তিনি ঘটিয়েছেন কেনসিংটন প্যালেসে। সেসময় পরিবার নিয়ে সেখানেই বাস করছিলেন মেগান। দ্য গার্ডিয়ান, সম্পাদনা : মোহাম্মদ রকিব