রাশিদুল ইসলাম : [২] ভারতে গত এক সপ্তাহে করোনা সংক্রমণ কিছুটা হলেও কমেছিল। ১৫ হাজার থেকে দৈনিক সংক্রমণ ফের ১২ হাজারে নেমে আসে। কিন্ত গত ৫৩ দিনের রেকর্ড ভেঙে একদিনেই করোনা আক্রান্ত হলেন ১৭ হাজারের বেশি। মহারাষ্ট্রের অবস্থা আরও খারাপ। একদিনে নতুন সংক্রমণ ধরা পড়েছে প্রায় ১০ হাজার। টাইমস অব ইন্ডিয়া। [৩] ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় বলছে গত ৯ জানুয়ারি ১৮ হাজারের বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছিল। তারপর ফের কোভিড কার্ভ কমতে থাকে। ২৯ জানুয়ারি এক লাফে দৈনিক সংক্রমণ বেড়ে দাঁড়ায় ১৯ হাজার। [৪] ফেব্রুয়ারিতে সংক্রমণ কখনও কম, আবার কখনও বেশি ধরা পড়েছে। মহারাষ্ট্র সহ দেশের ছয় রাজ্যে সংক্রমণের গ্রাফ বাড়তে থাকায়, তা প্রভাব ফেলে ভারতের করোনা পরিসংখ্যানে। [৫] কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা কমছেই না। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল