মোহাম্মদ রকিব, ওয়ালিউল্লাহ সিরাজ: [৩] রাজধানীর ফরিদাবাদ মাদরাসার ফতোয়া বিভাগের পরিচালক মুফতি আবদুস সালাম বলেন, বাংলাদেশের রোজাদাররা আসন্ন রমযানে নির্দ্বিধায় ইঞ্জেকশনের মাধ্যমে এই টিকা নিতে পারবেন। [৪] গত ডিসেম্বরে আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল জানিয়েছিলো, কোভিড টিকায় যদি শুকরের শরীরেরও কোনো অংশ থাকে তবুও মুসলিমরা টিকা নিতে পারবে। [৫] এদিকে, ব্রিটিশ মুসলিম চিকিৎসকদের ইসলামিক মেডিক্যাল গ্রুপ বলছে, যুক্তরাজ্যে ফাইজার-বায়োএনটেকের টিকা আলেমরা অনুমোদন দেওয়ার পর সবাই তা নিচ্ছে। রোজা রেখে এই টিকা নিলে রোজা ভঙ্গ হবে না। আরব নিউজ, সম্পাদনা: রাশিদ , পৃথিল