মাছুম বিল্লাহ: [২] ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক (আলোচনাপন্থী) অনুপ চেটিয়া আমাদের নতুন সময়কে টেলিফোনে এ কথা জানিয়েছেন।[৩] তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের স্বাধীনতাকামী সংগঠন ত্রিপুরার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এনএলএফটি) ও আমারাদের লোকজন বিভিন্ন দেশ থেকে এসব অস্ত্র সংগ্রহ করে সাতছড়ির অরণ্যে রাখা হয়েছিলো। [৪] অনুপ চেটিয়া বলেন, এক সময় সাতছড়িতে এনএলএফটির ক্যম্প ছিল, অন্যান্য স্বাধীনতাকামী সংগঠনের লোকজনের যাতায়াতও ছিল। সেই সময়ে সেখানে অস্ত্রগুলো রাখা ছিল। পরবর্তীতে প্রশাসনের অভিযানের কারণে সাতছড়ি ছেড়ে যাওয়ার সময় আমাদের লোকজন এগুলো মাটির নিচে পুঁতে রেখে গিয়েছিল।[৫] তিনি আরও বলেন, উলফার ক্যাম্পগুলো ছিল জামালপুর, শেরপুর, সুনামগঞ্জ ও সিলেট এলাকায়। হবিগঞ্জেও আমাদের লোকজন যাতায়াত করতো। সেই সময় এনএলএফটির সঙ্গে আমাদের কিছু অস্ত্র সেখানে নেওয়া হয়েছিল। সম্পাদনা: রায়হান রাজীব