আসিফুজ্জামান পৃথিল, সুমাইয়া ঐশী: [৩] দেশটির ন্যাশনাল মেডিক্যাল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশনস এই ঘোষণা দিয়ে জানায়, এর ফলে কোভিড-১৯ এর চিকিৎসায় আরও বিকল্প পথ খুলে যাবে। এই ওষুধগুলো তৈরি করা হয়েছে প্রাচীন চীনা পদ্ধতি ব্যবহার করে। মোট ৩টি ওষুধ এই অনুমোদন পেয়েছে। সিএনএন । [৪] চীনা ট্রেডিশনাল মেডিসিন নিয়ে দেশটিতেই সন্দেহ আছে। তবে অধিকাংশ মানুষ ও সরকার এটিকে জাতীয় গর্ব মনে করে। এমনকি মেডিক্যাল কলেজগুলোতে সাধারণ চিকিৎসার পাশাপাশি এই কবিরাজি চিকিৎসারও পাঠ দেওয়া হয়। এই ওষুধের চাহিদা মেটাতে বিশ্ব থেকে বাঘ, গণ্ডার সহ নানান প্রানী বিলুপ্ত হতে বসেছে। কারণ এসব ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় প্রাণীদেহ। এবিসি । [৫] তবে শি জিন পিং বলছেন, তাদের চিকিৎসা পদ্ধতিকে অবহেলার সুযোগ নেই। চিকিৎসকদের তিনি পরামর্শ দিয়েছেন এসব ওষুধের সঙ্গে পশ্চিমা ওষুধ মিলিয়ে ব্যবহার করার। এর ফলে করোনায় দ্রুত উপশম মিলবে বলেও মনে করেন তিনি।